Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১২:২৮ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৩:০৩

কক্ষবাজার সমুদ্র সৈকত। ছবি: সারাবাংলা

ঢাকা: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় এলাকা ছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

রোববার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি চলবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানায়, ১৩ আগস্টের দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে এবং কিছু জায়গায় সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার এই অবনতির কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ