Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক কোম্পানি আইনে বড় ধরনের পরিবর্তন হচ্ছে: আহসান এইচ মনসুর

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১২:৩৫ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৪:১৫

গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি কোলাজ : সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিক খাতের সংস্কারে ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে।পুঁজিবাজারে আস্থা আরও বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তবর্তীকালীন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আগামীতে ব্যাংক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর্থিক খাতের সংস্কারে ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে।’

বিজ্ঞাপন

এদিকে, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের যে ঘোষণা দিয়েছে তাতে সাধুবাদ জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি।

সংস্থাটি জানায়, ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। রিজার্ভের পতন ঠেকানো গেছে এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। তবে এখনো মূল্যস্ফীতি উচ্চ। জনগণকে স্বস্তি দিতে যেখানে কাজ করার সুযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের।

তিনি আরও বলেন, ‘পুঁজিবাজারে আস্থা আরও বাড়বে। এখন আগের চেয়ে ভাল অবস্থা রয়েছে। আগামীতে আরও ভাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখান থেকে অন্তত ১০০০ পয়েন্ট বাড়তে পারে। সামগ্রিক অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারের সম্পর্ক আছে। সেই হিসেবে এটি বলা যায়।’

সারাবাংলা/একে/এসডব্লিউ