Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে চোর সন্দেহে গণপিটুনি, জামাইয়ের পর মারা গেলেন শ্বশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৭:২১

নিহত রুপলাল দাসের বাড়িতে প্রতিবেশী ও স্বজনেদের আহাজারি।

রংপুর: রংপুরের তারাগঞ্জে ভ্যান চুরি সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপ (৪৮) মারা গেছেন।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় মারা যান তিনি। রংপুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার বাসিন্দা। এ নিয়ে মোট দুজন মারা গেলেন।

এর আগে গতকাল রাতেই উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে রুপলাল দাস (৪০) মারা যান। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার বাসিন্দা খগেনের ছেলে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রুপলাল ও প্রদীপ দাস সম্পর্কে ভাগনি জামাই-  শ্বশুর ছিলেন। রুপলাল দাস জুতা সেলাইয়ের কাজ করতেন এবং প্রদীপ দাস ভ্যান চালাতেন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার এক তরুণের সঙ্গে রুপলাল দাসের মেয়ে নুপুর দাসের বিয়ে কথাবার্তা চলছিল। বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য আত্মীয় রুপলাল দাসের বাড়ির উদ্দেশে রওনা হন প্রদীপ দাস। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস রুপলালকে ফোন করলে সেখান থেকে তারা দুজনে ভ্যানে চড়ে রুপলালের বাড়ি ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন। পরে তারা তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যানচোর সন্দেহে তাদের দুজনকে থামান স্থানীয় কয়েকজন।

একপর্যায়ে স্থানীয় লোকজন প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা প্লাস্টিকের বোতল দেখে সেগুলোতে চোলাই মদ বলে প্রচার করে। পরে তাদের মারধর করে সেখানে উপস্থিত জনতারা। একপর্যায়ে অচেতন হলে তাদের সেখানে ফেলে চলে যায় তারা। পরে রাত ১টার দিকে তাদের উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তিনিও মারা যান।

নিহত রুপলাল দাসের মা লালিচা দাস ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, আমার ছেলে জুতা সেলাই করে। ওকে তো তারাগঞ্জের সবাই চেনে। ও কারও ক্ষতি করেনি।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো