Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্মেলনে প্রেস সচিব
আ.লীগের দেশের বাইরের কার্যক্রম পর্যবেক্ষণ করছি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৭:২৭ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৯:৫৮

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশের মাটিতে কী করছে, সরকার সেটা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি বিবিসি বাংলায় কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ এমন খবর প্রকাশ করে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কলকাতায় ‘পার্টি অফিস’র কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চাওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটরিং করছি।’

তিনি আরও বলেন, ‘তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, এটা দেখছি। এ বিষয়ে আরও কনক্রিট ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করবেন।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো