Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুটি হাসপাতালকে ১৪ লাখ টাকা জরিমানা


৪ জুলাই ২০১৮ ২১:১০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অনুমোদহীন ঔষধ বিক্রি, অপারেশন থিয়েটারের নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ব্যবহারসহ বেশ কিছু অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও নর্দান মেডিকেল কলেজ হাসপাতালকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর ধানমণ্ডি ১৫ নম্বর এলাকায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এক অভিযান পরিচানলা করে তাদের এ জরিমানা করেন। অভিযানে স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ও র‌্যাব-২ সহযোগিতা করেন।

সারওয়ার আলম বলেন, অনুমোদহীন ওষুধ বিক্রি, অপারেশন থিয়েটারের নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ব্যবহারসহ বেশ কিছু অভিযোগে দুটি হাসপাতালকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে অভিযানের সময় হাসপাতালের ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ ও প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এসব অভিযোগে তাদের ৮ লাখ টাকা ও নর্দান মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অভিযোগে ওই হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে এসব বিষয়ে পরিবর্তন আনতে বলা হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, তা-না হলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর