Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার ৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৭:৪২ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৭:৫২

খুলনার ৬ আসন থেকে নির্বাচনের জন্য ঘোষিত ৬ প্রার্থী। কোলাজ ছবি: সারাবাংলা

খুলনা: খুলনার ৬টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাতপাখা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি ও মিডিয়া সেলের আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন জানান, গত ২৬ শে জুলাই খুলনার শিববাড়ি মোড়ের গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম খুলনার ৬টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

খুলনার ৬ টি আসনের প্রার্থীরা হলেন-       

খুলনা ১ আসন: খুলনা ১ নম্বর আসনের (বটিয়াঘাটা-দাকোপ) প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ সভাপতি মাওলানা আবু সাঈদ।

বিজ্ঞাপন

খুলনা ২ আসন: খুলনা ২ নম্বর আসনের (সদর-সোনাডাঙ্গা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মুফতি আমানুল্লাহ।

খুলনা ৩ আসন: খুলনা ৩ নং আসনের (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী-আড়ংঘাটা) প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।

খুলনা ৪ আসন: খুলনা ৪ নং আসনের (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ।

খুলনা ৫ আসন: খুলনার ৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম।

খুলনা ৬ আসন: খুলনা ৬ আসনের (পাইকগাছা-কয়রা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই কমিটি খুলনার ছয়টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছেন।

উল্লেখ্য, ইসলামী জোট হলে প্রার্থী পরিবর্তন হতে পারে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো