যশোর: যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার উত্তর পত্র পুনঃনিরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়া ১৮৭ পরীক্ষার্থী পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭১ শিক্ষার্থী।
রোববার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এতথ্য জানা গেছে। এর আগে, গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে থেকে ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। যার মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ ও মেয়ে ৫৫ হাজার ৭৩২ জন। পাসের হার ছিল ৭৩.৬৯ শতাংশ। জিপিএ-৫ পায় ১৫ হাজার ৪১০ জন।
এরমধ্য থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত ৪৯ হাজার ৭৭৯ পরীক্ষার্থী উত্তর পত্র পুনঃনিরীক্ষার আবেদন করে। আজ পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। আবেদনকারীদের মধ্যথেকে ৬৭০ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছে। ফলাফল পরিবর্তনে ১৪৭ পরীক্ষার্থী পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭১ শিক্ষার্থী। এফ থেকে এ গ্রেড পেয়েছে ২৩ জন, এফ থেকে এ মাইনাস গ্রেড পেয়েছে ৩৩ জন, এফ থেকে বি গ্রেড পেয়েছে ২৩ জন, এফ থেকে সি গ্রেড পেয়েছে ৩৪ জন এবং এফ থেকে ডি গ্রেড পেয়েছে ৭৪ জন পরীক্ষার্থী।
এ ছাড়া সি থেকে জিপিএ-৫ পেয়েছে একজন, বি থেকে জিপিএ-৫ পেয়েছে দুইজন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন ও এ থেকে থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৫ পরীক্ষার্থী। ডি থেকে সি গ্রেড চারজন, সি থেকে এ মাইনাস চারজন, সি থেকে বি গ্রেড ১৩ জন, বি থেকে এ গ্রেড তিনজন, বি থেকে এ মাইনাস গ্রেড ৫৫জন এবং এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছে ১৩৩ পরীক্ষার্থী।
এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, দক্ষ পরীক্ষক দিয়ে উত্তর পত্র মূল্যায়ন করা হয়েছে। যার যা প্রাপ্য ফলাফল তাকে সেটাই দেওয়ার আপ্রাণ চেষ্টা ছিল।