নেত্রকোনা: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় স্থানীয় সাংবাদিকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে জেলা সাংবাদিক সমাজ এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এ মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে শহর থেকে মফস্বল সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হলে মিডিয়াতে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে। দিন দিন অপরাধের সংখ্যাও বেড়ে যাবে। দেশ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হবে। অচিরেই এজন্য জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। এর কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, জিটিভি চ্যানেল ও সারা বাংলা অনলাইনের জেলা প্রতিনিধি বিজয় চন্দ্র দাস, প্রতিদিনের কাগজ জেলা প্রতিনিধি শ্যামল সরকার, আমাদের সময় জেলা প্রতিনিধি আজাহার ইসলাম বিপ্লব, সকালের সময় জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম শফিক, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি রানা আকন্দ,দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি সোহেল মিয়া প্রমুখ।