Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমানা পুনর্বিন্যাস পর্যালোচনায় এনসিপির ৪ সদস্যের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৯:৫৭

জাতীয় নাগরিক পার্টি। ফাইল ছবি

ঢাকা:  জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনর্বিন্যাসের প্রেক্ষিতে মূল্যায়ন, পর্যালোচনা ও সমন্বয়ের উদ্দেশ্যে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ আগস্ট) বিকেলে দলের যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির নেতৃত্বে থাকছেন সাইফুল্লাহ হায়দার। কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম মুসা এবং আরিফুর রহমান তুহিন।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এ কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, আসন পুনর্বিন্যাস নিয়ে জনগণের উদ্বেগ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এনে এনসিপি এ কমিটি গঠন করেছে। কমিটি সংশ্লিষ্ট বিষয়ের বিস্তারিত বিশ্লেষণ করে প্রয়োজনীয় প্রস্তাবনা দলকে দেবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসএস