Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবীনদের র‌্যাগিং, জবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ২২:৩০ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ০০:০৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‌্যাগিংয়ের অভিযোগে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিনি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় বিভাগের আরও চার শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে বিরত থাকা ও সতর্ক করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম ব্যাচের শিক্ষার্থী যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িক বহিষ্কার করা হলো।

বিজ্ঞাপন

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই ঘটনার প্রেক্ষিতে ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখা ও সতর্কীকরণ করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক জানান, র‍্যাগিংয়ের বিষয়ে শিক্ষার্থীদের আগেই সতর্ক করা হয়েছে। অপরাধের বিবেচনায় বিভাগীয় চেয়ারম্যান ও সকল শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্যাশা করি তারা সতর্ক হবে এবং এ জাতীয় অপরাধ থেকে দূরে থাকবে।

সারাবাংলা/পিটিএম