ঢাকা: নির্বাচনী কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হওয়াকে দেশের মানুষের প্রতি একটি বড় দায়িত্ব হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সদস্য সচিব আখতার হোসেন রোববার (১০ আগস্ট) রাতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন। তিনি লিখেন, ‘এই সফলতাকে দেশের মানুষের প্রতি একটি দায়িত্ব হিসেবে নিয়ে আমরা সারাদেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করব।’
পোস্টে তিনি আরো লিখেন, নির্বাচনী কমিশনের প্রাথমিক অনুমোদন পাওয়ার পর থেকে দলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহে কাজ শুরু করেছেন। ‘আমাদের লক্ষ্য দেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দলের অবস্থান স্পষ্ট করা এবং কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের কল্যাণে কাজ করা,’ বলেন আখতার হোসেন।
এনসিপি এখন থেকে বিভিন্ন এলাকায় কর্মশালা আয়োজন, সাংগঠনিক বিস্তার এবং কার্যালয়গুলোকে আরও কার্যকর করার মাধ্যমে জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, ‘সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা বুঝতে পারা এবং সেই অনুযায়ী কাজ করা আমাদের প্রধান অঙ্গীকার।’
এর আগে নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য আবেদন করা ১৬টি দলকে প্রাথমিকভাবে বাছাই করেছে। এনসিপি এই ধাপে উত্তীর্ণ হয়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে।