ঢাকা: গত তিনটি সাধারণ নির্বাচনের সবধরনের নথি, দলিলসহ যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে (ইসি) দিতে বলেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।
সম্প্রতি জাতীয় নির্বাচন তদন্ত কমিশন থেকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে রোববার (১০ আগস্ট) জানা গেছে।
চিঠি থেকে জানা যায়, তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় দলিল, নথি ও তথ্য সরবরাহ করবে।
যেসব তথ্য চাওয়া হয়েছে
১. নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ/পুনর্নির্ধারণ সংক্রান্ত দলিল।
২. গণপ্রতিনিধিত্ব আদেশ এবং অন্যান্য আইনে/বিধিমালায় পরিবর্তন/সংশোধন/বিয়োজন সংক্রান্ত দলিল।
৩. রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত দলিল।
৪. ভোটগ্রহণকারী কর্মকর্তা সংক্রান্ত দলিল।
৫. ভোট কেন্দ্র নির্বাচন-সংক্রান্ত সলিল।
৬. প্রেষণে নিয়োগকৃত কর্মকর্তা সংক্রান্ত দলিল।
৭. প্রার্থী মনোনয়ন সংক্রান্ত দলিল।
৮. নির্বাচনি প্রশিক্ষণ দলিল।
৯. ভোট প্রদানের হার দলিল।
১০. নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত দলিল।
১১. নির্বাচনি অভিযোগ সংক্রান্ত দলিল।
১২. নির্বাচনি নিরাপত্তা সংক্রান্ত দলিল।
১৩. ইভিএম সংক্রান্ত দলিল।
উল্লেখ্য, গত ৩১ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সভায় সিদ্ধান্ত হয়, তালিকাভুক্ত এসব তথ্য জরুরি ভিত্তিতে সরবরাহে নির্বাচন কমিশন সচিবালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর পরিপ্রেক্ষিতে ইসি এরই মধ্যে সব তথ্য সংগ্রহ শুরু করেছে।