Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলসিংকিতে এনসিপির জুলাই শহিদ স্মরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ২৩:১১ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১১:২৬

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফিনল্যান্ড শাখার নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফিনল্যান্ড শাখার আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও শহিদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৫ টায় ‘Remembering Our Heroes’ শীর্ষক এ স্মরণ সভায় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মত্যাগ স্মরণ করা হয়।

আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘জুলাই ২৪-এর অভ্যুত্থানে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা ইন্টারনেট ব্ল্যাক আউটের মধ্যে প্রচার-প্রসার, বিভিন্ন দূতাবাসের সামনে প্রতিবাদ এবং বিশ্ব মিডিয়ায় সত্য তুলে ধরেছে। এনসিপি প্রবাসীদের ভোটাধিকার ও মর্যাদা রক্ষায় সর্বদা প্রস্তুত।’

বিজ্ঞাপন

যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল বলেন, ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বিশ্বব্যাপী দেশপ্রেমিক রাজনৈতিক কণ্ঠস্বর গঠনে কাজ করে যাচ্ছে এবং বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে দেশের জন্য সংগ্রামে প্রস্তুত।’

ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফিনল্যান্ড শাখার আহ্বায়ক মো. আহাদ শিকদার বলেন, ‘বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত এনসিপি রাজপথে সোচ্চার থাকবে। আমরা ন্যায়বিচার ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব। প্রবাসী হিসেবে সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি।’

সভায় উপস্থিত ছিলেন ফিনল্যান্ড শাখার যুগ্ম আহ্বায়ক মো: জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক মো. রাহাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য রোমানা আফরীন, নীতি নির্ধারণ ও গবেষণা বিষয়ক সমন্বয়কারী রোকন রাশেদ, যোগাযোগ সমন্বয়কারী মো. আরিফ খান, আঞ্চলিক সমন্বয়ক মোমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় শহিদ পরিবার থেকে উপস্থিত ছিলেন শহিদ মেরাজের বাবা, শহিদ রাব্বির বোন এবং শহিদ আবু ইসহাকের স্ত্রী। তারা হত্যাকারী ও ফ্যাসিস্ট সরকারের বিচার দাবি করেন।

শহিদ স্মরণে পরিচালিত মোনাজাতে উপস্থিত ছিলেন হেলসিংকির ইটাকেসকুস কেন্দ্রীয় মসজিদের ইমাম জনাব আব্দুল কুদ্দুস সাহেব।

সারাবাংলা/এফএন