Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর সবুজবাগে গুলিতে নিরাপত্তাকর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট 
১১ আগস্ট ২০২৫ ০০:৪৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ০২:৩০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সবুজবাগ নুরেরটেক এলাকায় দুর্বৃত্তের গুলিতে মনির হোসেন (৪৬) নামে এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নুনেরটেক বাইকদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালে আহত মনির হোসেন নিজেই জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। পরিবার নিয়ে থাকেন খিলগাঁও মেরাদিয়া বড়বাড়ি জামতলা এলাকায়। সেখানে একটি বাসার নিরাপত্তা কর্মী তিনি। পাশাপাশি এলাকাতে অটোরিকশার ব্যবসা রয়েছে তার।
তিনি জানান, রোববার বিকেলে ৬-৭ জন বন্ধু মিলে সবুজবাগ নুনেরটেক বাইকদিয়া এলাকায় গিয়েছিলেন একটি জলাশয়ে গোসল করতে। সেখান থেকে ফেরার পথে তিন চারটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এতে একটি গুলি তার কোমরে এসে লাগে। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
তবে তিনি দাবি করেন, দুর্বৃত্তরা অন্য কোন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করছিল। সেটি তার কোমরে এসে লেগেছে।
আহতের ছেলে মো. অনিক জানান, রাত এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত অবস্থায় রাতে মনির হোসেন নামে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যায় স্বজনরা। ঘটনাটি সবুজবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা /এসএসআর/এসএস