ঢাকা: দেশের আমদানি রফতানিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ প্রতিষ্ঠান কাস্টমস-ই সবচেয়ে বড় বাঁধা বলে মন্তব্য করেছেন নীটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।
রোববার (১০ আগস্ট) রাতে রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত সংবধর্না অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও উইং এর অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিএমএ সভাপতি শওকত আজীজ রাসেল। আরও বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক আরও কমতে পারে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ অর্জন করায় সরকারের প্রতিনিধিদলকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিটিএমএ।
আরও পড়ুন: এলডিসি গ্র্যাজুয়েশন ফ্যাসিস্ট সরকারের টাইম বোম: বাণিজ্য উপদেষ্টা
মোহাম্মদ হাতেম বলেন, ‘যুক্তরাষ্ট্রের পালটা শুল্কের ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা বেটার পজিশনে আছি। তবে দেশটিতে পণ্য রফতানিতে অবারিত যে সুযোগ তৈরি হয়েছে তার কতোটুকু আমরা গ্রহণ করতে পারব তা নিয়ে সংশয় রয়েছে। কারণ আমাদের এখানে গ্যাসের তীব্র সংকট রয়েছে। ব্যাংকিং খাতে নানা সমস্যা, পান থেকে চুন খসলেই বিপদ। দেশের অমদানি রফতানিতে সবচেয়ে বড় বাধা কাস্টম। এই বাধা দূর করতে পারলে দেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে যাবে।’
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘পালটা শুল্ক চূড়ান্ত হওয়ার আগে আমরা বায়ারদের (ক্রেতা) বলেছি, ট্যারিফ যাই হোক তা বায়ারদের দিতে হবে। ব্যবসার নিয়ম অনুযায়ী এখনো সেভাবেই আলোচনা করতে হবে।’