Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়ামালের জোড়া গোলে মৌসুমের প্রথম শিরোপা জিতল বার্সা

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ০৮:৪৮ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১০:৫৯

জোড়া গোলের পর ইয়ামালের উদযাপন

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরুর আর অল্প কয়দিন বাকি। প্রথা অনুযায়ী মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে অবশ্য আগেই মাঠে নামে বার্সেলোনা। হুয়ান গাম্পার ট্রফিতে লামিন ইয়ামাল, ফিরমিন লোপেজদের জোড়া গোলে কোমোকে ৫-০ ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল বার্সা।

কাতালানদের বহু যুগের প্রথমা অনুযায়ী নতুন মৌসুম শুরুর আগে আয়োজন করা হয় হুয়ান গাম্পার ট্রফি। এবার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাব কোমোকে আতিথিয়তা দিয়েছিল বার্সা।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল বার্সার। ২১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন লোপেজ। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। হাফ টাইমের আগে ৩৭ মিনিটের মাথায় বার্সার তৃতীয় গোল আসে রাফিনহার পা থেকে। বিরতিতে যাওয়ার আগে নিজের প্রথম গোল করেন ইয়ামাল। ৪২ মিনিটে তার দারুণ এক গোলেই বিশাল জয়ের আভাস পাচ্ছিল দল।

বিজ্ঞাপন

৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা। বিরতির পর ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান ইয়ামাল।

ম্যাচে এরপর অবশ্য গোল করতে পারেনি বার্সা। কোমোও ব্যবধান কমাতে পারেনি। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয় নিয়েই শিরোপা জেতে বার্সা।

আগামী ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়েই লা লিগার মৌসুম শুরু করবে বার্সা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো