Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় জুট মিলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১০:৩৪

সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

খুলনা: খুলনা সুপার জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১০ আগস্ট) রাতে ফুলতলা উপজেলার বেসরকারি এই জুট মিলটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, ফুলতলার সুপার জুট মিলে আগুন লাগার খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রওনা দেয়। পর্যায়ক্রমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০টা ৪১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো