ঢাকা: বছরের পর বছর ধরে ‘দূষণের শহর’ তকমা যেন রাজধানী ঢাকার সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে গেছে। শীতের সকাল থেকে গ্রীষ্মের গরম প্রায় সারা বছরই ধুলা, ধোঁয়া আর দমবন্ধ করা বাতাসে ঢেকে থাকে শহরটি। কিন্তু গত দুইদিন ধরে ঢাকার আকাশে বইছে এক ধরনের স্বস্তির হাওয়া।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, ঢাকার একিউআই স্কোর ৪৪-যা ভালো হিসেবে ধরা হয়। আগের দিন রোববার এ স্কোর ছিল আরও ভালো, মাত্র ৩৭। দীর্ঘদিন ধরে ১৫০-এর ওপরে থাকা ঢাকার বায়ুমান হঠাৎ এতটা নেমে আসা নাগরিকদের কাছে একপ্রকার সুখবরই বটে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় এ সময় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১৭৮ স্কোর)। এরপর উগান্ডার কামপালা (১৭৪), ইরাকের বাগদাদ (১৬৬), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬২) এবং সৌদি আরবের রিয়াদ (১৬০)। তুলনায় ঢাকার অবস্থান এখন অনেক নিচে-৮৫তম।
বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক কয়েক দিনের অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত ও কিছু এলাকায় নির্মাণকাজের ধীরগতি বায়ুমান উন্নতিতে ভূমিকা রেখেছে। তবে তারা সতর্ক করে দিয়ে বলছেন, এই উন্নতি যেন সাময়িক না হয়, সেজন্য যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন ও সড়কের ধুলা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।
রাজধানীবাসীর আশা, হয়তো একদিন ঢাকাকে ‘সবচেয়ে দূষিত’ নয় বরং ‘সবচেয়ে বাসযোগ্য’ শহরের তালিকায় দেখতে পাওয়া যাবে যদি এই স্বস্তির হাওয়া ধরে রাখা যায়।