Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এলডিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১১:৩৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৪:০০

ঢাকা: সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ইস্যু নিয়ে কর্নেল অলি তার অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনকে গুরুত্ব দেওয়া হচ্ছে ।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো