Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানি ও বাংলাদেশ একসঙ্গে চলতে থাকবে: জার্মান রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১২:২৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৪:৪০

ইভানা লোটজ, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও ঢাকায় নিযুক্ত জামার্নির নতুন রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

ঢাকা: জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত জামার্নির নতুন রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেছেন, এই পথ আমরা একসঙ্গে চলতে থাকব।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করে এসব কথা বলেন।

সোমবার (১১ আগস্ট) জার্মান দূতাবাসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) স্ত্রী ইভানা লোটজসহ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

জামার্নির নতুন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আতিথেয়তার মূলে রয়েছে আস্থা, উদারতা এবং অন্যের প্রতি দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক।

বিজ্ঞাপন

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও রাষ্ট্রদূত লোটজ জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।

তিন দশকেরও বেশি সময়ের বহুমুখী রাজনৈতিক, অর্থনৈতিক ও বহুপাক্ষিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে আসা ড. লোটজ একজন অভিজ্ঞ জার্মান কূটনীতিক। তিনি পাকিস্তানের করাচিতে কনসাল জেনারেল, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, সার্বিয়া ও আফগানিস্তানে উপ-মিশনপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তুরস্ক, কসোভো, মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে জ্যেষ্ঠ পদে কাজ করেছেন।

এ ছাড়া তিনি জার্মান ফেডারেল পররাষ্ট্র মন্ত্রণালয় (বার্লিন), ভিয়েনায় জার্মান ওএসসিই মিশন এবং প্রিস্টিনায় আন্তর্জাতিক সিভিলিয়ান অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেনঅ সেখানে মানবাধিকার, অভিবাসন, অর্থনৈতিক নীতি ও সংঘাত সমাধান নিয়ে কাজ করেছেন তিনি।

রাষ্ট্রদূত লোটজ ২০০৬ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি এবং ১৯৯৮ সালে ফ্রাইই ইউনিভার্সিট্যাট বার্লিন থেকে আইনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তাছাড়া তিনি ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও সার্বিয়ান ভাষায়ও কথা বলতে পারেন।

সারাবাংলা/একে/ইআ

বিজ্ঞাপন

ডিমের মাখনি
১১ আগস্ট ২০২৫ ১৪:১১

আরো

সম্পর্কিত খবর