ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন মোল্লা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মামাতো ভাই মো. আসলাম মাতবর জানান, মিরপুর আলোকদি এলাকায় তাদের স্থানীয় বাড়ি। বাবার নাম মো. আলী মোল্লা। ইমন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতেন।
তিনি আরও জানান, কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন ইমন। পল্লবী মেট্রো স্টেশনের নিচে এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে স্টেশনের পিলারের সঙ্গে মোটরসাইকেলসহ ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে পথচারীরা স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, রাতে পল্লবী মেট্রো স্টেশনের নিচে মোটরসাইকেলসহ পিলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।