Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় স্থানীয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১২:৩৯

আহত সাংবাদিক ফিরোজ আহমেদ।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাত-এর মিরপুর উপজেলা প্রতিনিধি ফিরোজ আহমেদের ওপর নৃশংস হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ আগস্ট) ভোরের দিকে বিজিবি সেক্টরপাড়া এলাকায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে ফিরোজ আহমেদের নাতি ও প্রতিবেশী মিলনের ছেলে খেলার সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে সোমবার ভোরে নামাজ পড়তে যাওয়ার পথে মিলনসহ ৪-৫ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে হামলা চালায়। হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। এ সময় ফিরোজ আহমেদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত ফিরোজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, ফিরোজ আহমেদের মাথায় গুরুতর আঘাত ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে, তিনি এখনও আশঙ্কামুক্ত নন।

আহত ফিরোজ আহমেদ মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ঘটনার পর থেকেই অভিযুক্ত মিলন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

সন্ত্রাসী হামলা সাংবাদিকের ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর