সাভারের সিআরপি থেকে বিলাসবহুল ১১ গাড়ি জব্দ
৪ জুলাই ২০১৮ ২৩:৩১ | আপডেট: ৪ জুলাই ২০১৮ ২৩:৩৫
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকাঃ সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে অভিযান চালিয়ে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে আমদানি করা বিলাসবহুল ১১টি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মো. সহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘রাজস্ব ফাঁকি দিয়ে আনা গাড়ি গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। গাড়িগুলো প্রতিষ্ঠানটির একটি প্রকল্পে ব্যবহার হচ্ছিল। ২০১৬ সালে প্রকল্প শেষ হলেও গাড়িগুলো তারা সারেন্ডার করে নি। ফলে গাড়িগুলো আমরা জব্দ করেছি। পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।’
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বুধবার (৪ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল গাড়িগুলো আটক করে। জব্দকৃত গাড়ির আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা।
মহাপরিচালক ড. মো: সহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযানে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মুহম্মদ জিয়া উদ্দিন। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এর নামে শুল্কমুক্ত সুবিধায় আনা ১৯টি গাড়ি দুই বছর আগে সিআরপি এর গ্যারেজে রাখা হয়। এর মধ্যে দুই দফায় ৮টি গাড়ি সরিয়ে নেওয়া হলেও অবশিষ্ট গাড়িগুলো থেকে যায়।
সিআরপি-এর বরাতে জানা যায়, অনেক আগে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) সিআরপির বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করে। সেই সুবাদে ২০১৬ সালের ২৭ জুন মাত্র ৬ মাসের জন্য ডিএফআইডি গাড়িগুলো রেখে যায়। তারপর থেকে ডিএফআইডি দু’দফায় ৮টি গাড়ি সরিয়ে নিলেও বাকিগুলো নেয়নি।
সিআরপির হেড অব সাপোর্ট সার্ভিস শহিদুর রহমান শুল্ক গোয়েন্দাদের জানান, গাড়িগুলো সরিয়ে নেয়ার জন্য বহুবার সিআরপি থেকে ডিএফআইডি-কে মেইল করা হলেও ডিএফআইডি কোন সাড়া দেয়নি। কাস্টমস আইন অনুসারে শুল্ক মুক্ত সুবিধা নিয়ে কেউ কোন গাড়ি ব্যবহার করলে পরবর্তীতে ওই কর্মকর্তার পদবী পরিবর্তন হলে বা অন্য কোন সংস্থায় যোগদান করলে পুরাতন কাস্টমস পাসবুক জমা দিয়ে নতুন করে পাসবুক গ্রহণ করতে হয়। সে ক্ষেত্রে পুরাতন গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা যাবে না। কাস্টমস আইন ১৯৬৯ এর ০৭ ধারা অনুসারে প্রকল্পের কাজ শেষ হলে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির বিষয়ে এনবিআরকে জানাতে হয়। গাড়ি হাত বদল করলে শুল্ক করাদি সরকারি কোষাগারে জমা দিতে হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এ বিষয়ে বিস্তারিত তদন্ত করছে।
সারাবাংলা/ইএইচটি/জেএইচ