সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যুবলীগ নেতা মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা।
রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের হরিনগর বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে ধরে থানা-পুলিশের কাছে তুলে দেয়।
মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফা মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও হরিনগরের সিংড়তলী গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা। তিনি বলেন, ‘রাত নয়টার দিকে মোস্তফাকে স্থানীয় জনতা আটক করে আমাদের খবর দেয়। পরে হরিনগর বাজার থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। মোস্তফার নামে মাদকসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।’
জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হরিনগর বাজারের একটি চায়ের দোকানে আসে মোস্তফা। সেই সময় স্থানীয়রা তাকে দেখতে পান। মুহূর্তেই তার উপস্থিতির খবর চারদিকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলেন এবং চিহ্নিত করার পর তাকে গণপিটুনি দেন। পরে পুলিশ এসে মোস্তফাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ তৎকালীন সরকারের আমলে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীদেরসহ সাধারণ মানুষদের ব্যাপক নির্যাতন করছে সে। রিনগর বাজারের সাধারণ ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময়ে চাঁদাবাজিসহ হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।