ঢাকা: রাজধানীর লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ আগস্ট) ঢাকার মহানগর হাকিম জিএম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন। এদিন সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে পুলিশ।
আদালতে হাজিরের পর তার সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন। পরে শুনানি শুরু হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিও সংবাদে ঘটনাস্থলে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে এ মামলায় সোলায়মান সেলিমকে আগেও রিমান্ডে জিজ্ঞাসাবাদে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ। এ ঘটনায় ওই বছরের ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন তার বাবা কামরুল হাসান। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়েছে। এতে সোলায়মান সেলিমের নামও রয়েছে।