Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২০:২৮

যাবজ্জীবন কারাদণ্ডের আদেশপ্রাপ্ত ঘাতক স্বামী রয়েল মন্ডলকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে

ফরিদপুর: ফরিদপুরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন অ্যাডভোকেট গোলাম রববানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলের সঙ্গে কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের আ. রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়। যৌতুকের জন্য মারধরের খবর পেয়ে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে মালিনার বাবা জামাই বাড়ি থেকে মেয়েটিকে আনতে যায়। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হতে গেলে আসামিরা তার মেয়েকে জোর করে ধরে বাড়ির পাশের গম খেতে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় চিৎকারে আশেপাশের লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা আ. রহিম খাঁ কোতোয়ালি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

বিজ্ঞাপন

দীর্ঘ ১৪ বছর পর স্বাক্ষ্যপ্রমান শেষে আদালত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দিয়েছে। অপরাধের সঙ্গে জড়িত না থাকায় আদালত অপর তিন আসামিকে খালাস দেয় বিচারক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর