Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালের পার্কিং থেকে ২ জনের মরদেহ উদ্ধার: মুখমণ্ডল ছিল থেঁতলানো

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৬:০৬ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৮:০০

রাজধানীর মৌচাকে প্রাইভেটকারে দুইজনের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মালিবাগ মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে পার্কিং করা একটি গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে (মর্গে) পাঠানো হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৌচাকে একটি গ্যারেজে গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মুখ থেতলানো ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা করে ভেতরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মরদেহ চালকের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়িরে পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেজমেন্টে পার্কিয়ের একটি প্রাইভেট কারে মরদেহ পাওয়া যায়। ড্রাইভারের সিটের পাশে একজন আর পেছনের সিটে আরেককজন। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হয়েছে।

সিসিটিভি ফুটেজের তথ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, রোববার ভোর ৫ টা ৩৫ মিনিটে এ গাড়িটি পার্কিংয়ে আসে। তাদের রিলেটিভ এখানে ভর্তি আছে। তদন্তের জন্য পুলিশ আসছে। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরমও রয়েছে। গরমের কারণে মরদেহে পচন ধরেছে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহের একজন গাড়িচালক মিজান ও তার চাচাত ভাই জাকির। ওই গাড়ির মালিকের নাম জোবায়ের আহমেদ সৌরভ। গাড়ির মডেল টয়োটা ফিল্ডার এক্স।

সারাবাংলা/ইউজে/ইআ

২ জনের মরদেহ উদ্ধার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ