Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৬:৪৬

গ্রেফতার ১১ আসামি

বেনাপোল: যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার পরোয়ানা ভুক্ত ৮ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামিকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ সদস্যরা।

আটক আসামিরা হলেন, নজরুল ইসলামের ছেলে মাসুদ (৪০), জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), আমজেদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮), ইশরাত হোসেনের ছেলে মিয়ারাজ হোসেন (৩০), মৃত শহিদুল ইসলামের ছেলে নজরুল, সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০), আনোয়ার হোসেনের ছেলে বাবু (৩০), মুনছুর আলীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬), আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬), ইসমাইল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)।

সোমবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ জানায়, পোর্টথানা এলাকা থেকে জিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী ৮ জন এবং নিয়মিত মামালায় ৩ জন আসামি গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর