ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে বিক্ষোভ
৫ জুলাই ২০১৮ ০৭:৫৯ | আপডেট: ৫ জুলাই ২০১৮ ০৯:২৪
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদে ও গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী হলে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ ছাত্রীরা।
বুধবার (৪ জুলাই) বেগম রোকেয়া হলে রাত সাড়ে ১০টা, শামসুন্নাহার হলে রাত ১১টা দিকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী একজন ছাত্র জানান, ছাত্রীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা সারাবাংলাকে মিছিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোটা নিয়ে ছাত্রীরা মিছিল করেছে। এখন তো কোটা নিয়েই সব হচ্ছে।’
এদিকে, হলে হলে বিক্ষোভের খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা টিএসসি ও ভিসির বাসভবন চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাতেই সতর্কাবস্থান নেয়। বিক্ষোভে ‘আর নয় ভয়, এবার হবে জয়’, আমার ভাই নিখোঁজ কেন, প্রশাসন জবাব চাই’, হামলা-মামলা হুলিয়া, নিতে হবে তুলিয়া’, ‘রিমান্ডে নিয়ে নির্যাতন রুখ দাঁড়াও ছাত্র সমাজ’ স্লোগান দেন ছাত্রীরা।
সারাবাংলা/কেকে/এমএইচ
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook