Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকসই বেড়িবাঁধের দাবি: কলাপাড়ায় ভেলায় ভেসে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৭:১১ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৭:২৮

ভেলায় ভেসে সংবাদ সম্মেলন

পটুয়াখালী: টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার বানভাসী মানুষ।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীর এলাকায় ব্যতিক্রমী এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ওই গ্রামের শতাধিক ভূক্তভোগী পরিবার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা হালিমা আয়শা। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীর সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে ২৫০টি পরিবার। নদীর তীরে বেড়িবাঁধ না থাকায় বছরের পর বছর ধরে দিনে দু’দফা জোয়ারের পানিতে ভাসেন তারা। পানিতে তলিয়ে যায় তাদের বসতবাড়ি, কৃষি জমি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। বর্ষায় দুর্ভোগ আরও বেড়ে যায়। এসময় চলাচলে ভেলা কিংবা নৌকা ছাড়া আর কোনো উপায় থাকে না।

বিজ্ঞাপন

এসমন পরিস্থিতিতে লোন্দা গ্রামের ৩ কিলোমিটার এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করেন হালিমা আয়শাসহ স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদিক বলেন, ভূক্তভোগীরা আবেদন করলে বাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সারাবাংলা/এসআর

কলাপাড়া জোয়ার টেকসই বেড়িবাঁধ পটুয়াখালী বানভাসী সংবাদ সম্মেলন