Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা, সন্দেহ আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২০:২৮

‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি না, সন্দেহ আছে। তারা সেই পরিবেশ রাখেনি। তারা দুর্নীতি, দুঃশাসন চালিয়ে দেশটাকে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র কিংবা দেশ না, দুর্নীতি আর ক্ষমতাই ছিল তাদের মূল প্রায়োরিটি।

সোমবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে যুব সংহতি আয়োজিত ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে। টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে পার পেয়ে যাবেন ভাবলে সেটা দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি ডাস্টবিন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মানুষের কোনো কিছু রিসিভ করার ক্ষমতা কমে যাচ্ছে। ১৭ বছরের অত্যাচার গুম-খুন থেকে ইচ্ছে করলেই আমরা বের হতে পারছি না। রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন করা জরুরি।’

এ্যানি বলেন, ‘নতুন যে রাজনৈতিক দল এসেছে, সেই দলকে বারবার আলোচনায় বসানো উচিত। পরামর্শ দেওয়া উচিত। অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা শেয়ার করা উচিত। কিন্তু তারা তা করছে না।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এই সরকার অভ্যুত্থানের তাৎপর্য ধারণ করতে পারেনি। আমরা শর্তহীনভাবে বর্তমান সরকারকে সমর্থন জানিয়েছিলাম। কিন্তু, সরকার তা বুঝতে পারেননি। মনন ও দূরদর্শিতার অভাবে তারা ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকার একটা পক্ষ অবলম্বন করেছে। পথভ্রষ্ট করেছে তরুণদের। জনগণের ওপর ভর করার বদলে অল্প কিছু তরুণের ওপর ভর করেছে। তাতে বিতর্ক বেড়েছে। এক বছরের ভেতর এত বিতর্কিত হওয়া অনাকাঙ্ক্ষিত। তরুণ প্রজন্মকে হতাশায় নিমজ্জিত করা ফৌজদারি অপরাধের চেয়ে বড় অপরাধ।’

সারাবাংলা/এজেড/এইচআই

বিএনপি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সাইফুল হক