ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে র্যাবের দায়িত্ব পালনের বিষয়ে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন যদি আমাদের দায়িত্ব দেন তাহলে আমরা সেটি যথাযথভাবে পালন করবো। নির্বাচনে দায়িত্ব পালনে আমরা প্রস্তুত আছি। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় ঘটবে না বলে আশা করছি।
সোমবার (১১ আগস্ট) বিকেলে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপনন রোধে রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন ও জনসচেতনতা মূলক কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
র্যাবের ডিজি বলেন, ‘পলিথিনের ব্যাবহারের ওপর বিভিন্ন নির্দেশনা থাকলেও সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন গোপনে তৈরি করে বাজারজাত করে যাচ্ছে। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যহত রয়েছে।’
শহিদুর রহমান বলেন, ‘অবৈধ পলিথিন রোধে র্যাবের সম্মিলিত উদ্যোগ শুধু একটি সরকারি কার্যক্রম নয় বরং একটি জাতীয় আন্দোলনের রূপ নিবে। একটি দীর্ঘমেয়াদী ও পরিবেশবান্ধব সমাজ গঠনে অবৈধ পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহার রোধকল্পে জনগণকে আরও বেশি সচেতন হতে হবে।’
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখছে।’
এ সময় রাজধানীর কাওরান বাজারে দোকানদার এবং ব্যবসায়ীদের মাঝে অবৈধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাজার পরিদর্শনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবেশ অধিদফতরের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেন (পরিচালক এনফোর্সমেন্ট), সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
পলিথিন বন্ধে র্যাব ও পরিবেশ অধিদফতর যৌথভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে হলো- সারাদেশে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানানো এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ করা। র্যাব রাজধানীর গুলশান, মিরপুর, কেরাণীগঞ্জ, উত্তরা এবং টঙ্গীসহ দেশের বিভিন্ন জায়গায় জনসচেতনা মূলক লিফলেট বিতরণ এবং র্যাবের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের বিভিন্ন মেয়াদে সাজা এবং জরিমানার আওতায় নিয়ে আসা। নিষিদ্ধ পলিথিন ব্যবহারের পরিবর্তে কী কী পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করা যায় এবং আইন লঙ্ঘনের শাস্তির বিধান সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে জানানো। র্যাব স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা।