Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যে সারজিস’র ক্ষোভ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২২:০৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ফজলুর রহমান রোববার (১০ আগস্ট) এক অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দকে লক্ষ্য করে ‘বেজন্মা’ শব্দ ব্যবহার করেছেন।

সারজিস আলম লিখেছেন, ‘এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর। ফজলুর মতো বিএনপি নেতা কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব রয়েছেন। তার ভাষা ও বয়ান সম্পূর্ণভাবে খুনি লীগের, যা খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করছে।’

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ‘সিনিয়র রাজনীতিবিদদের সম্মান জানাতে চাইলেও যারা রাজনৈতিক শিষ্টাচার মানেন না, ফ্যাসিবাদের দালালি করেন এবং অভ্যুত্থান মেনে নিতে পারেন না, তাদের বিরুদ্ধেই ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হবে।’

পোস্টে সারজিস আলম বিএনপিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘পাল থেকে ছুটে যাওয়া লাগামছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে চায় কিনা, সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশের মানুষ মনে করবে, তাদের দিয়ে আপনারাই এসব কথা বলাচ্ছেন।’

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি ফজলুর রহমান সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর