Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর জেনেভা ক্যাম্পে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৯:৫১ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২২:০৪

সংঘর্ষের ঘটনায় গ্রেফতার দুইজনকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে ক্যাম্পের ভেতরে ৭ নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ন রোড ময়লার গলিতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহ আলম (২২)। আহত তিনজন- বশির বাবুর্চি (৪০), মদিনা (২০) ও ফায়জান (২৫)। এই ঘটনায় গ্রেফতার দুই জন হলেন- ফয়সাল (২৫) ও সেলিম (২৪)।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের জন্য নিহত শাহ আলমের মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফয়সাল নামে একজনকে চাপাতিসহ এবং পরে সেলিম নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আমরা দুপুরের পর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছি। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছি।

সারাবাংলা/এমএইচ/এনজে

গ্রেফতার জেনেভা ক্যাম্প নিহত সংঘর্ষ