নীলফামারী: জেলা জজ আদালতে জামিন নিতে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার হয়েছেন নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মঞ্জুর আহমেদ ডন (৪৮)।
সোমবার (১১ আগস্ট) দুপুরে তিনি জেলা জজ আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের মৃত শওকত আলীর ছেলে। বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনি গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন আব্দুল মালেক সরকার। ঘটনার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
স্থানীদের অভিযোগ, ডন আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে মাদক কারবারিসহ নানান অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, মঞ্জুর আহমেদ ডন আদালতে জামিন নিতে গেলে নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।