Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদের আলোকে নির্বাচন দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করবে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২১:৩২ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০০:২৬

ঢাকা: ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে ‘জুলাই ঘোষণা’ ও ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে নির্বাচনের আয়োজন এখন সময়ের দাবি। এ লক্ষ্যে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী সর্বস্তরের নেতাকর্মী ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এসআর

জামায়াত জুলাই সনদ নির্বাচন বিক্ষোভ