খুলনা: খুলনায় ইজিবাইকের ধাক্কায় রোহান ফরাজি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে মহানগরীর লবণচরা মোহাম্মদ নগর পল্লবী সড়কের সামনে এ ঘটনা ঘটে। সে মোহাম্মদনগর প্রাইমারি স্কুল এলাকার বাসিন্দা জাফর ফরাজির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু রোহান বিকেলে রাস্তা পারাপারের সময় গল্লামারিগামী একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় পুলিশ ইজিবাইক চালক আ. হালিমকে আটক করা হয়েছে।’