Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও প্রতীক থাকবে নিজ দলের

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২১:৫৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০০:২৬

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ছোট দলগুলো জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও এখন থেকে নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অ.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সন্ধ্যায় মুলতবি থাকা কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘কেউ এককভাবে নাকি দলীয়ভাবে নির্বাচন করবে, নাকি জোটবদ্ধভাবে করবে- সেটা রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা। যে প্রস্তাব সংস্কার কমিশন দিয়েছে, সেটি কমিশনও গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব সংরক্ষিত প্রতীক ব্যবহার করবে। অন্য কোনো একক প্রতীক দিয়ে নির্বাচন করবে না।’

বিজ্ঞাপন

এর আগে, বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/পিটিএম

জোট নিজ দল নির্বাচন প্রতীক