Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এনসিপির যুব উইংয়ের প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২২:৩০

এনসিপির যুব উইংয়ের প্রস্তুতি সভা

ঢাকা: ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং ‘জাতীয় যুবশক্তি’ তাদের প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম-সহ কেন্দ্রীয় নেতারা। দলটি এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক যুব দিবস সুশৃঙ্খল ও সফলভাবে পালনের জন্য সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি প্রথমবারের মতো পালন করতে যাচ্ছে আন্তর্জাতিক যুব দিবস।

বিজ্ঞাপন

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় যুব সম্মেলন ২০২৫।

এদিন ঘোষিত হবে বাংলাদেশের প্রথম জাতীয় যুব ইশতেহার— যা হবে জনগণের কাছে সরাসরি এক প্রতিশ্রুতি। ইশতেহারে সবার জন্য সমান মর্যাদা, সৎ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত সমাজ, স্থানীয় ঐক্য, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং লিঙ্গ, ধর্ম বা জাতিগত বৈষম্য দূর করার অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ নেতৃত্ব, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা এবং রাজনৈতিক দলের নেতারা যোগ দেবেন। অনুষ্ঠানের শেষ অংশে অংশগ্রহণকারীরা দেশের স্বার্থে সৎভাবে কাজ করার লক্ষ্যে শপথ নেবেন।

সারাবাংলা/এফএন/এইচআই

আন্তর্জাতিক যুব দিবস এনসিপি এনসিপির যুব উইং