Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বনভূমি পুনরুদ্ধার, ৪ জেলায় দূষণবিরোধী অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২২:৪০

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নেতৃত্বে পরিচালিত অভিযান

ঢাকা: গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় যৌথ অভিযানে ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১ দশমিক ৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করেছে প্রশাসন। একইসঙ্গে ৪ জেলায় দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগ অংশ নেয়। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে অবৈধভাবে নির্মিত ভবন ও দোকানপাট রয়েছে।

এদিকে পরিবেশ অধিদফতরের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় চার জেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে পলিথিন ব্যবহার ও শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। অভিযানে যশোরের চৌগাছা বাজারে মেসার্স সাত্তার স্টোর থেকে ৬৬ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায়। চাঁদপুরে সার্কিট হাউজের সামনে শব্দদূষণবিরোধী অভিযানে তিনটি পরিবহন থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা। কুমিল্লার টমছমব্রিজ এলাকায় দুই দোকান থেকে ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা। নারায়ণগঞ্জের ওয়াপদারপুল, ফতুল্লায় তিনটি দোকান থেকে ১৮ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা।

বিজ্ঞাপন

বনভূমি পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই

গাজীপুর দূষণবিরোধী অভিযান পরিবেশ বনভূমি