Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২৩:৪৩

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় যৌথবাহিনী।

এদিন, দুপুরে ক্যাম্পে মাদক কারবারি শাহনেওয়াজ সান্নু এবং পিচ্চি রাজা- গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ক্যাম্পে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, সংঘর্ষের সময় দুই গ্রুপের প্রধানকে ঘটনাস্থলে দেখা যায়নি। দুপুর ২টার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে যায়। ওই সময় সংঘর্ষে শাহ আলম নামে এক তরুণকে গলা কেটে হত্যা করা হয়। সংঘর্ষে আহত হন- বশির বাবুর্চি (৪০), মদিনা (২০) ও ফায়জান (২৫)।

বিজ্ঞাপন

রাতে যৌথবাহিনী অভিযান শুরু করে। অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, মাদক কারবারিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।

সারাবাংলা/এমএইচ/এসআর

অভিযান গ্রেফতার জেনেভা ক্যাম্প যৌথ বাহিনী