Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-মালয়েশিয়া ৫ সমঝোতা স্মারক সই ও ৩ নোট বিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ০৯:৫৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৩:০১

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এসব চুক্তি ও নোট বিনিময় হয়।

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এসব চুক্তি ও নোট বিনিময় হয়।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সকাল ৯টায় প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। সেখানে ড. ইউনূসকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

বিজ্ঞাপন

‘গার্ড অব অনার’ প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

সারাবাংলা/ জিএস/এসডব্লিউ

ড. মুহাম্মদ ইউনূস নোট বিনিময় বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক