Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১০:৪১ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১২:১৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দেশটির রাজধানী কুয়ালালামপুরের দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিন প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বৈঠকের বিষয়টি জানানো হয়।

এর আগে, আনোয়ার ইব্রাহিম তার নিজ কার্যালয়পুত্রজায়ায় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা জানান। এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

প্রধান উপদেষ্টার এ সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে। এছাড়া ড. ইউনূসের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রধান্য উপদেষ্টা সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছান। সফর শেষে বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর