সিলেট: সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট কেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।
রোববার (১০ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পতিত আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর থেকেই সিলেটের অন্যান্য পাথর কোয়ারির মত সাদাপাথরেও শুরু হয় লাগামহীন লুটপাট ও দখলদারিত্ব। এসব লুটপাটে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি নেতারা সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
২০২২ সালের বন্যা পরবর্তী দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথরের ধলাই নদের উৎসমুখে বিপুল পরিমাণ পাথর এসে জমা হয়। এরপর থেকে লোলুপ দৃষ্টি পরে রাজনৈতিক দলের ছত্রছায়ায় বিভিন্ন মহলের। ৫ আগস্টের পর প্রকাশ্যেই সেই সব পাথর নৌকা করে নিয়ে লুট করা শুরু হয়।
প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটের পাথর পরিবহন করা হচ্ছে। নদী তীরের বালিও মাটি খুঁড়েও চলছে লুট। অবাধ লুটপাটে সাদাপাথর বিরানভূমিতে পরিণত হয়েছে।
সাদাপাথরে লুটপাটে প্রথম থেকেই স্থানীয় বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম উঠে আসে। তবে, এতদিন বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গত দু’দিন ধরে সাদাপাথরে লুটপাটের বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর রোববার রাতে সাহাব উদ্দিনের পদ স্থগিতের তথ্য জানায় বিএনপি।
রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজী, দখলবাজীসহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।