Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১১:১১

সিলেটের এমসি কলেজে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ।

সিলেট: আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদল প্রকাশ্যে ছাত্র রাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। সব ছাত্র সংগঠন এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের কর্মীরা। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।’

সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।’

ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘শিক্ষার্থীরা এখনো গেস্টরুম, গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে এক ধরনের অনীহা আছে। কিন্তু ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।’

দীর্ঘ ২১ বছর পর সোমবার সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিল কার্যক্রম।