Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় দেড় কোটি টাকার মাদক ও চোরাচালানের মালামাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৩:০৪

কুষ্টিয়া: এক সপ্তাহে কুষ্টিয়ায় বিভিন্ন অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকার মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত অভিযানে ১০ বোতল বিদেশি মদ, ২০ বোতল ফেনসিডিল, ৭০০ গ্রাম হেরোইন, ৫ হাজার ২৮৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ১৯ হাজার ১১২ প্যাকেট নকল বিড়ি, ১,৪৫০ পিস চকলেট বাজি, ২ হাজার ৩৬৫.৫ কেজি চায়না দুয়াড়ী ও কারেন্ট জাল, ২ হাজার ৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন, ২ হাজার ৭৪০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট এবং এক জন অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদক ও পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৩১০টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদকপাচারসহ সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া জব্দ মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর