Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১২:৩০ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৫:২৩

প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ‘সরাসরি জড়িত’ রফিকুল ইসলাম আরমানকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

সোমবার (১১ আগস্ট) রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তুহিন হত্যাকাণ্ডের পর তার ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর