ঢাকা: গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ‘সরাসরি জড়িত’ রফিকুল ইসলাম আরমানকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
সোমবার (১১ আগস্ট) রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
তুহিন হত্যাকাণ্ডের পর তার ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন।