ঢাকা: হাইকোর্টের অ্যানেক্স ভবনের এজলাসে ঢোকার সময় তল্লাশি চালিয়ে ইয়াবা-মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা, এক বোতল মদ, সিগারেটের ভেতর লুকানো হেরোইন, পাঁচটি মোবাইল ফোন ও বেশ কয়েকটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, মাদকসহ আদালতের ভেতরে ঢুকতে চেয়েছিলেন ওই যুবক। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।