Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৬:০০ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৭:৩১

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আলম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার দহকোলা গ্রামের শহর আলী শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যায় দায়িত্বপালনে আলম খাদ্য নিয়ন্ত্রকের অফিসে গিয়ে সকালে বাড়ি ফিরেন। এইদিন সকালে তিনি বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা অফিসে খোঁজ নিতে যান। সেখানে একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবুও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর