Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৬:৪১ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৭:৩২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

গাজীপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালান সারজিস আলম। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তানভীর সিরাজ জানান, সাংবাদিক তুহিন অপরাধীচক্রের ভিডিও ধারণ করায় হত্যার শিকার হন। এরইমধ্যে জিএমপি কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবুও সারজিস আলম যাচাই-বাছাই ছাড়াই অপপ্রচার করেছেন। তাই দলের নির্দেশে তিনি মামলা করেছেন।

বিজ্ঞাপন

গাজীপুর কোর্ট পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/ইআ

মানহানির মামলা সারজিস আলম

বিজ্ঞাপন

আকিজ মটরসে কাজের সুযোগ
১৩ আগস্ট ২০২৫ ১৫:১৪

আরো

সম্পর্কিত খবর